রংপুর ক্রাইম নিউজ, ঢাকা:
রাজধানীর বেইলী রোডের একটি বাসা থেকে সুরমা (২০) নামের এক বাড়ির কাজের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১১ মার্চ রোববার রাতে বেইলী রোডের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ বলেন , সুরমা ওই বাসার গৃহকর্মীর কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা তবে বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখা হবে।
মরদেহটি উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আর সি এন২৪বিডি /১২ মার্চ ২০১৮