রাজধানীতে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে দিয়ে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য।
আত্মহত্যা করেছেন মো. কুদ্দুস শাহ (৩১) তিনি রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনে নায়েক পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিহত কুদ্দুস মিরপুর পুলিশ লাইন্স ব্যারাকে বসবাস করতেন। সম্ভবত ভোর ৫টার দিকে তিনি নিজের বন্দুক দিয়ে তার নিজের বুকে গুলি করেছিলেন।
এদিকে নিহত পুলিশের ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী নিহত কুদ্দুসের বুকে দুটি গুলির চিহ্ণ পাওয়া গেছে।
জাতির জন্য মুজিববর্ষের উপহার ই-পাসপোর্ট -প্রধানমন্ত্রী
সোশ্যাল মিডিয়া সূত্রে: নিহত পুলিশ সদস্য মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছিলেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ।
ওই পোস্টটিতে নিহত পুলিশ অবিবাহিতদের জন্য আরও একটি কথা লিখেছিলেন ওই পোস্টটি হুবহু তুলে ধারা হলো
আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না।
আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য় করতে পারছি না।
প্রাণটা পালাই পালাই করছে…………….
তবে, সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর “মা” ভালো কি-না সঠিকভাবে খবর নিবেন। কারণ পাত্রীর “মা” ভালো না হলে , পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযকের মতো. সুতরাং সকল সম্মানিত অভিভাবকগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবেন।
আল্লাহ হাফেজ…………..
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৩ জানুয়ারি ২০২০