রংপুর শহরে টিসিবির ন্যায্যমূল্যের সরকারী খাদ্যপণ্য বিক্রি না করে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ একজনকে আটক করেছে ভ্রাম্যামান আদালত। এসময় গোডাউনে মজুদ রাখা বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।
সোমবার (৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে শহরের বাবুপাড়া এলাকায় অভিযান চালায় ভ্রাম্যামান আদালত।
অভিযানের সময় নগরীর বাবুপাড়া এলাকায় আব্দুল খালেক মিয়ার গোডাউন থেকে বিপুল পরিমাণ ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, পেঁয়াজ জব্দ করা হয়। এসময় গোডাউন মালিক আব্দুল খালেককে না থাকায় তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানের সময় গোডাউনে মজুদ করে রাখা পাঁচ লিটার সোয়াবিন তেলের ৫০টি কার্টুন, দুই লিটারের ৫৭টি কার্টুন, পঞ্চাশ কেজি চিনির ৪৭টি বস্তা, পঞ্চাশ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা এবং পঁচিশ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়। এসব পণ্যের অনুমানিক মুল্য প্রায় দুই লক্ষ টাকা। প্রতিটি পণ্যের গায়ে টিসিবির ষ্টিকার লাগানো আছে।
এদিকে সরকারের ন্যায্যমূল্যের এসব খাদ্যপণ্য বিক্রি না করে কেন মজুদ করে রাখা হয়েছিল এবং কারা এই অবৈধ কাজের সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান নির্বাহি ম্যাজিষ্ট্রেট।
আরসিএন ২৪ বিডি ডট কম / ৭ এপ্রিল ২০২০
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু