ঢাকা দক্ষিণ সিটি করপােরশেন নির্বাচন প্রচারণার সময় বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের ওপর হামলার অভিযোগের বিষয় উপর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
সোমবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা কক্ষে এই বৈঠক চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সঙ্গে বৈঠক করছেন। আমীর খসরু ছাড়া অন্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার ও ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মিয়া।
ইসির পক্ষ থেকে এ বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন উপর হামলার একদিন পরে ইসিতে আসছেন বিএনপির।
ঢাকা সিটি নির্বাচন উপলক্ষে ইসির সঙ্গে বিএনপির এই নিয়ে তৃতীয় বৈঠক এটি।
আরসিএন ২৪ বিডি / জানুয়ারি ২৭, ২০২০
আপডেট : ০৩:৫০ পিএম