দেশে প্রাণঘাতি ভাইরাস কোভিড-১৯ বা করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হয়নি। ফলে ভাইরাসটিতে আক্রান্তর সংখ্যা আগে যা ছিল তা-ই আছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সন্দেহে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দেশে মোট আক্রান্ত আগের মতো ৪৮ জনে আছে। নতুন করে কেউ সুস্থও হয়নি। ফলে আগের দিনের মতো সুস্থ ব্যক্তির সংখ্যা ১৫ জনেই আছে। মৃতের সংখ্যাও ৫ জনেই রয়েছে।
এসময় তিনি সবাইকে করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ সরকার ও আইইডিসিআরের দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
গত ৮ মার্চ সর্বপ্রথম বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আরও ৪ জনের মৃত্যু হয়। তবে সবশেষ কয়েকদিনে বাংলাদেশে নতুন করে আরও বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হলেও মৃত্যুর কোনও খবর আসেনি। দেশে এখন মোট আক্রান্ত ৪৮ জনের মধ্যে ৫ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৫ জন।
আরসিএন ২৪ বিডিডটকম / ২৯ মার্চ ২০২০
অনলাইন আপডেট ১২:৪৬ পিএম
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
- একদিনে ১৬৯৪ জন করোনায় আক্রান্ত
- রংপুরে করোনা পজেটিভ ১৪ জন পাওয়া গেছে একদিনে