রংপুরের মিঠাপুকুরের ময়েনপুর পুর্বপাড়া গ্রামে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পিয়ারী বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) রাতের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর ।
এদিকে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, পূর্ব থেকে একটি ওছিয়ত নামার জমি নিয়ে ওই এলাকার সিরাজুল ইসলামের সাথে আনোয়ারুল ইসলামের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে থানায় একাধিক মামলা মোকদ্দমাও আছে শনিবার সিরাজুল ইসলামের বসতভিটার একটি গাছ জোড়পুর্বক কাটতে যায় আনোয়ারুল, তার পুত্র সাগর ও স্ত্রী শাহিনুরসহ বেশ কয়েকজন। এতে বাঁধা দেয় সিরাজুল ও তার স্ত্রী পিয়ারী বেগমসহ অন্যান্যরা।
এ সময় আনোয়ারুল ও তার লোকজন পিয়ারী বেগমের মাথায় ঘরের খুটি দিয়ে মাথায় আঘাত করে।পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাতে তিনি মারা যান। নিহত পেয়ারী বেগম দুই কন্যা ও ২ পুত্র সন্তানের জননী। লাশ ময়না তদন্তের জন্য হাসাপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে তদন্ত জন্য গেছে বলেও জানান ওসি।
এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের স্বজনরা। নিহতের স্বামী সিরাজুল ইসলাম জানান, আমার বতসভিটার জমির গাছ ওরা কাটতে এসে আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করলো। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।
অন্যদিকে নিহতের দুলাভাই মোকছেদুল ইসলাম, ভাতিজা রানা মিয়া ও ভাতিজি ইলিশা বেগম জানান, আমাদের চোখের সামনে তারা ঘরের খুটি দিয়ে নির্মমভাবে মারলো। আমরা এই হত্যাকাণ্ডের এমন বিচার চাই।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন , খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছি। নিহতের স্বামী সিরাজুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
- একদিনে ১৫৩২ জন আক্রান্ত -মৃত্যু ২৮
- করোনা ভাইরাস: এস আলম গ্রূপের পরিচালক মোরশেদুল ইসলাম আর নেই
- ৫৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার -র্যাব-১৩
- করোনা শনাক্ত: একদিনে ১৮৭৩ জন পজেটিভ – মৃত্যু ২০
- চট্টগ্রামে আরও একজন পুলিশ সদস্যের মৃত্যু
আরসিএন ২৪ বিডি ডট কম / ১৯ মে ২০২০,
আপডেট : ৫: ৪২ পিএম