গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে পলাশ দাস (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কুমিড়াডাঙ্গা গ্রামের গুলিয়া মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলাশ একই গ্রামের জেলেপাড়ার সুনীল দাসের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ মার্চ) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি পলাশ। তাকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। মোবাইলফোনটি তার বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে গুলিয়া মাঠ এলাকায় একটি ইটভাটার কাছে পলাশের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন , এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরসিএন ২৪ বিডি ডটকম / ২৪ মার্চ ২০২০