ঠাকুরগাঁওয় জেলার বালিয়াডাঙ্গীতে সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার নিজের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। রাসেল রানা (২২) সাইফুল ইসলামর একমাত্র ছেলে। ঘটনার পর সে পলাতক রয়েছে বলে জানান পুলিশ।
সাইফুলের স্ত্রী জানায় ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিল। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। ভোরে এমন হত্যাকাণ্ডে ঘটাবে চিন্তাও করেননি।
এদিকে পুলিশ সূত্র থেকে জানা যায় , রানা একজন মাদকাসক্ত বলে তাদের কাছে অভিযোগ এসেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাইফুলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ২৮ জানুয়ারি