দেশে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট ২৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
রবিবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডা. ফ্লোরা জানান, দেশে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা। এদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। আরেকজন বিদেশ থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স যথাক্রমে ৪০, ৩০ ও ২০ বছর। এদের একজনের ব্রঙ্কাইটিস রয়েছে।’
তিনি জানান, আক্রান্তদের মধ্যে আরও দুজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৫। এছাড়া দুজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ করোনা আক্রান্ত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, আইইডিসিআরে ৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৫৬৪ জনের নমুনা সংগ্রহ করেছি। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে কল এসেছে ৩৮১২টি। এর মধ্যে ৩৭২৫টি কল করোনা-সংক্রান্ত।
মিরপুরের টোলারবাগ ও সিলেট বিশ্লেষণের থাকা মৃত ব্যক্তিদের সম্পর্কে ডা. ফ্লোরা বলেন, মিরপুরের টোলারবাগ ও সিলেটে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে জানা যাবে মৃত্যুর কারণ।
উল্লেখ্য, প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ২৭ জন আক্রান্ত হলেন।
আরসিএন ২৪ বিডি ডটকম/ ২২ মার্চ ২০২০