লালমনিরহাট : লালমনিরহাটের জেলা পরিষদ মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম আব্দুল্লাহ (৪৫)। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী জয়নগর এলাকায়। তিনি একটি প্রাইভেট কোম্পানির কর্মী হিসেবে লালমনিরহাটে কর্মরত ছিলেন।
থানা সূত্রমতে,বুড়িমারী থেকে রংপুরগামী একটি ট্রাক জেলা পরিষদ মোড়ে আসে পৌঁছালে মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহকে খুব জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়।
এসময় স্থানীয়রা চালকসহ ঘাতক ট্রাকটি কে আটক করে।