রংপুরের পীরগাছা উপজেলায় র্যাব-১৩ অভিযান চালিয়ে ৪৮০ পিছ ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।
গত ৩১ জানুয়ারি দিনগত রাতে রংপুরের ওই উপজেলার পারুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে র্যাব -১৩ এর (সিপিএসসি) কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আহসান হাবীব সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, শুক্রবার দিনগত রাতে রংপুর র্যাব -১৩ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়ন এলাকায় অভিযান চালায়।
অভিযানকালীন সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিছ ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, ৩ টি সিমকার্ড, ১ টি মেমোরী কার্ড ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৬০০টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হলেন , মিঠাপুকুর উপজেলার আদমপুর এলাকার মো. আতোয়ার মিয়ার ছেলে মো. মোনারুল মিয়া (৩৪) ও পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার মৃত আবদুর রউফের ছেলে মো. জুয়েল মিয়া (৩৫)কে গ্রেপ্তার করে।
র্যাব-১৩ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা রংপুর জেলার পীরগাছা থানাসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ও ইয়াবা বিক্রি করে আসতো , প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তে এ সব তথ্য জানা যায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পীরগাছা থানায় এজাহার করার মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডট কম / ০১ ফেব্রুয়ারি ২০২০
আপডেট : ০৬:৩৪ পিএম