করোনা ভাইরাস শুরু হয় চীনের উহান শহরে আর ওই শহরে যে বাংলাদেশিরা বসবাস করছিলো তাদের কে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পাঠাচ্ছে সরকার।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টা পর ফ্লাইটটি ঢাকা ছাড়ার কথা রয়েছে।
৪১৯ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টায় ঢাকায় অবতরণের কথা রয়েছে।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের হিসেবে ৩৪০ জন দেশে ফেরার জন্য আগ্রহ দেখিয়েছেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, ৩৭০ জন যাত্রীর জন্য তাদের প্রস্তুতি রয়েছে। সংখ্যাটি বেড়ে ৪০০ হতে পারে। সেখানে অবস্থানরত নাগরিকদের দেশে ফেরার ব্যাপারে রাজি হওয়া না হওয়ার কারেণে সংখ্যার কম বেশি হতে পারে।
তিনি আরও জানান, যে বিমানটি পাঠানো হচ্ছে, সেটিতে ৪১৯ জনের ধারণ ক্ষমতা রয়েছে।
এদিকে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২১৩ জন মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন।
আরসিএন ২৪ বিডি ডটকম/ ৩১ জানুয়ারি ২০২০
আপডেট : ৫:১৫ পিএম more news