আপডেট: ২০২০-০১-১৮ ১২:১৪:৫৫ এ এম
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস।
শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল এর ফাইনাল খেলা। আর এই ফাইনালে খুলনাকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস।
চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস এবারেই প্রথম অর্জন করলো বিপিএল শিরোপা।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে রাজশাহী। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি খুলনা।
১৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। প্রথম ওভারের দ্বিতীয় বলেই নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ ইরফানের বলে লিটন দাসের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। পরের ওভারেই মেহেদী হাসান মিরাজ আউট হন রাহির বলে ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় খুলনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বিপিএলের শিরোপা ঘরে তোলা রাজশাহী টুর্নামেন্ট ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন হিসেবে শ্রেষ্ঠত্বের মুকুট পড়লো উত্তর বঙ্গের দলটি।
হাইলাইটস
বিপিএলের সপ্তম আসরের ফাইনলে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী রয়্যালস। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি খুলনা।
পুলিশ কন্ট্রোলরুমের ভবন থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু
জি এম এম/আরসিএন ২৪ বিডি ডট কম /