‘মাশরাফির অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে টসে জেতার রেকর্ড কমেই রয়েছে’ শেষ ম্যাচে টস করতে নেমে সেই রেকর্ডটি গড়েন আজকের বাংলাদেশের ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।
কাপ্তান হিসেবে মাশরাফি ক্যারিয়ারের শেষ টসে হেরে গেছেন। টসে জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামসন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যে হেরে ব্যাটিং পেয়েছে মাশরাফির দল।
টস করতে নেমে অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে তাকে অভিনন্দন জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
আজ একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডেতে আজ অভিষেক হচ্ছে আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখের। এছাড়া শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ অধিনায়ক হিসেবে মাশরাফির বিদায়ী ম্যাচে তাকে জয় উপহার দিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে মরিয়া টিম টাইগারস।