আপনার আজকের দিন কেমন যাবে :
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর এ যাদের জন্ম হয়েছে তবে তারাই হলেন তুলা রাশি।
আজ আপনার ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ আছে। তবে পানিপথে ভ্রমণ না করাই ভাল হবে আপনার জন্য । উচ্চস্থানীয় কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। এদিকে লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে । চিকিৎসাজনিত কাজে সারা দিন কষ্ট পেতে হবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। নতুন কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে।
শুভ সংখ্যা৫৬ শুভ রত্নহিরে
তুলা রাশির ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো ,
রাশি চক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারে। এদের স্বাস্থ্য ভাল, রোগব্যধি বিশেষ হয় না। এরা একটু নির্জনতাপ্রিয়। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে খাওয়াতে খুব ভালবাসে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়।
খালেদার জামিন না হওয়ায় ঢাবির রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রদল
আরসিএন ২৪ বিডি / ৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার
প্রকাশিত: ০২:৩০