আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতক জাতিকা। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও চন্দ্র । ১১ তারিখে জন্ম হবার কারণে আপনার উপর চন্দ্রের প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যা: ২, ১১, ২০, ২৯। শুভ বর্ণ: নীল ও সাদা। শুভ বার ও গ্রহ: শনি ও সোম। শুভ রত্নঃ নীলা ও মুক্তা।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিরা হলেন: ক্রিকেটার রাহুল দ্রাবিড়, অভিনেত্রী ফাতেমা শানা শেখ, গায়িকা আঞ্জুমান আরা বেগম, লর্ড কার্জন প্রমুখ।
আজকের দিনের শুভ বর্ণ: আজ নীল ও সাদা বর্ণের পোশাক আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের
শুভ সময়ঃ জ্যোতিষ শাস্ত্রানুসারে শুভ সময় হলো: সকাল: ৮:১৯-১০:২০ দুপর: ১২:৩৫-৩:২৫, বিকাল: ৪:০৮-৫:৩৫ এর মধ্যে। যে সব খাদ্য দ্রব্য পরিত্যাজ্যঃ জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাত: ১২:২৩ পর্যন্ত কুমড়া খাওয়া নিষেধ। চন্দ্রাবস্থানঃ আজ চন্দ্র মিথুন রাশিতে, সকাল: ৯:২৬ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। প্রতিপদ তিথি রাত: ১২:২৭ পর্যন্ত পরে ২য়া তিথি চলবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সাংসারিক কাজে ব্যস্ত হতে পারেন। আত্মীয়দের সাহায্য প্রাপ্তির যোগ। যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হতে পারে আজ । ভূমি আবাসন সংক্রান্ত ঝামেলার অবশান হওয়ার আশা করতে পারেন। কোনো আত্মীয় বা মায়ের সাহায্য লাভ। বাড়ির বাইরে কথাও যেতে পারেন। গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার বিদেশ থেকে কোনো ভালো সংবাদ শুনতে পারেন আজকের দিনে । সোশ্যাল মিডিয়া কর্মীদের আয় বৃদ্ধি পাবে। প্রকাশক ও মূদ্রণ ব্যবসায়ীদের অর্থ লাভের যোগ প্রবল। গৃহে ছোট ভাই বোনের আগমন হতে পারে। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায় ভালো আয়ের যোগ হতে পারে । তবে আজ ব্যবসায়ীদের একটু হিসেব করে খরচ করলে ভালো।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার জন্য দিনটি যেতে পারে মিশ্র সম্ভাবনাময়। তবে ঠিকাদারী ও পাইকারী ব্যবসায় বকেয়া কোনো অর্থ লাভের সুযোগ আসতে পারে । কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ আজ নিতে পারেন । গৃহে আত্মীয় সমাগমের যোগ রয়েছে । মৌসুমী ফল মূল ব্যবসায়ীদের আশানুরুপ আয় রোজগারের সুযোগ আসবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় লাভ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো যাবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে । ব্যবসা বাণিজ্যে অগ্রগতিআশা করা যায়। দাম্পত্য সুখ শান্তি ফিরে পাবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। সামাজিক বা দাতব্য কোনো কাজে সাফল্য পেতে পারেন। প্রভাবশালী বন্ধুর সাহায্যে কোনো ক্ষমতা প্রাপ্তির সুযোগ পেতে পারেন ।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের আশানুরুপ আয়ের সুযোগ রয়েছে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ ও কিছু রেমিটেন্স পেতে পারেন। সাংসারিক প্রয়োজনে বড়তি ব্যয়ের সম্ভাবনা।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ব্যস্ততার। ব্যবসায়ীরা লাভবান হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা। ঠিকাদারি বা কন্ট্রাকটারি কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। বড় ভাই বোনের কাছ থেকে কিছু অর্থ লাভের সুযোগ পেতে পারেন। বেসরকারী চাকুরেদের বকেয়া বেতন আদায়ের যোগ প্রবল।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার কর্ম সংক্রান্ত যোগাযোগ সফল হবে। আপনি কোনো প্রভাবশালীর ব্যক্তির সাহায্য পেতে পারেন। পদস্ত কর্মকর্তা বা পিতার সাথে সম্পর্কের উন্নতি আশা করতে পারেন । চাকরি সংক্রান্ত তদবির বাণিজ্যে ভালো কিছু আয়ের সুযোগ পাবেন। বেকারদের কর্ম সংক্রান্ত পরীক্ষায় সাফল্য আশা করা যায়। সাঙ্গঠনিক ও রাজণৈতিক কাজে সম্মানিত হবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। কর্মস্থলে ভাগ্য সহায় হবে।আজ আপনার বিদেশ যাত্রার সুযোগ পাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য লাভ। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। তবে জীবীকার জন্য মধ্যপ্রাচ্যের দেশে যাত্রার সুযোগ আসবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈদেশীক বৃত্তি লাভের প্রচেষ্টায় সফল হবেন।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ধনু রাশির জাতক জাতিকার দিনটি নাও ভালো যেতে পারে । আইনগত জটিলতা বা পুলিশী গ্রেফতার আতঙ্ক দেখা দেবে। পাওনাদারের টাকা পরিশোধের চাপ আসতে পারে । রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয়ের যোগ। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লোকশান গুণতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে। হটাৎ করেই অবিবাহিতদের বিয়ের সুখবর আসতে পারে । অংশিদারী ব্যবসায় ভালো কিছু অর্থ লাভের সুযোগ রয়েছে। আজ জীবন সাথীর জন্য কেনাকাটা করতে পারেন। খুচরা ব্যবসায়ীদের বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আপনার শরীর কিছুটা দূর্বল হতে পারে। দূর্ণাম বদনামের শিকার হতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা। আজ কোনো অণৈতিক আহ্ববান পেতে পারেন। কর্মস্থলে সাবধানে থাকবেন। অন্যের কোনো অপরাধের শাস্তি আপনাকে ভোগ করতে হবে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। অভিনয় শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আজ আপনি প্রেমের সম্পর্কে উন্নতি আশা করতে পারেন। সন্তানের সাথে বেড়াতে যাওয়ার যোগ রয়েছে । স্বাধীন পেশা বা সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার এর নুতন সুযোগ আসতে পারে।
বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী রয়্যালস
জি এম এম /আরসিএন ২৪ বিডি ডট কম /
আপডেট: ২০২০-০১-১৮ ০১:১০:৫২ এ এম