ঢাকাঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল পর্যন্ত ডিএমপি এ অভিযান বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান জনান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮ হাজার ৩৬৩ পিস ইয়াবা, ১৪ গ্রাম হিরোইন, ২ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ইতিমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি ডটকম/ ৩১ জানুয়ারি ২০২০
আপডেট : ৫:১০ পিএম