November 9, 2024
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ

কুড়িগ্রামে আওয়ামী লীগের নেতা–কর্মীর নামে মামলা

Read Time:2 Minute, 46 Second

ছাত্র-জনতার জমায়েতে হামলার অভিযোগে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ জন নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও দুই থেকে তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কাজিউল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলাল, মোঃ আনিছুর রহমান খন্দকার চাঁদ ও মোঃ মোমিনুর রহমান মুমিন, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা পরিষদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম আইয়ুব, ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, আব্দুল গফুর ও আব্দুর রাজ্জাক মিলন, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, মোঃ চিনু মিয়া প্রমুখ।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতে আসামিরা হামলা করেন। তাঁরা হত্যার উদ্দেশ্যে মারধর করে জনসাধারণকে গুরুতর জখম করেন। এছাড়াও আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুকুম দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

এদিকে গতকাল বুধবার (৯ অক্টোবর) আটক উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল চৌধুরী হককে (২৫) এ মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
দেবীগঞ্জে স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড Previous post চিলমারীতে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু Next post নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু