December 13, 2024
গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

গাইবান্ধায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

Read Time:1 Minute, 42 Second

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এই সময় কয়েকটি দোকান থেকে ১০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে কয়েকজনকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে জেলা শহরের পুরাতন বাজার ও হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।
এই সময় জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, সরকার সারাদেশে পলিথিন নিষিদ্ধ করেছে। সরকারের এ উদ্যোগকে কার্যকর ও ফলপ্রসূ করতে জেলা প্রশাসনের এই অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে। সরকারের এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ Previous post কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ
দিনাজপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল Next post দিনাজপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিক্ষোভ মিছিল