December 8, 2023
রংপুর বিভাগে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বাস

জনসংখ্যায় শীর্ষ দেশ এখন ভারত

Read Time:2 Minute, 21 Second

জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেল ভারত। জাতিসংঘের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সেখানে বলা আছে, গত ১ বছরে ভারতের জনসংখ্যা আরও ১.৫৬% বেড়েছে। বর্তমানে ভারতে জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখেরও কিছু বেশি।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৩ সালের মাঝামাঝি ভারতের জনসংখ্যা চীনের চাইতে ২৯ লাখ বেশি হয়ে যাবে।

জাতিসংঘের স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্টে বলা আছে, এবছর চীনের জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখে পৌঁছবে। যদিও গতবছর অনুমান করা হয়েছিল তা ১৪৪ কোটি ৮৫ লাখে পৌঁছবে। তবে এ রিপোর্ট অনুসারে ভারতের জন্য কিছু আশাব্যঞ্জক খবরও রয়েছে। রিপোর্ট বলছে ভারতের কর্মক্ষম জনসংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিপুল জনসংখ্যার ৬৪ শতাংশের বয়স ১৫ হতে ৬৪-এর মধ্যে। তবে চিন্তার বিষয় এই কর্মক্ষমতা সম্পন্ন জনসংখ্যা সত্ত্বেও নারীরা কাজের জগতে তেমনবাবে প্রবেশ করছেন না।
উল্লেখ্য, ভারতের জন্মহার ২-এ নেমেছে। রিপোর্টে বলা আছে, ভারতে পুরুষের গড় আয়ু ৭১ এবং নারীদের ৭৪। এই রিপোর্ট প্রসঙ্গে জাতিসংঘের আন্দ্রিয়া ওজনার বলেন, “বিশ্বের জনসংখ্যা যখন ৮০০ কোটিতে পৌঁছতে যাচ্ছে, সেখানে ভারতের ১৪২ কোটির জনসংখ্যাকে আমরা ১৪২ কোটি সুযোগ হিসেবে দেখছি। ভারতের গল্প একটি শক্তিশালী গল্প। এটি স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং প্রযুক্তিতে উন্নয়নের গল্প। বিশ্বের সর্বাধিক যুবশক্তি সম্পন্ন দেশ হিসেবে (১৫ হতে ২৪ বছরের মধ্যে) ভারত তার ২৫ কোটির যুব সম্প্রদায়কে নানাভাবে ব্যবহার করতে পারে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন Previous post ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন
ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, আটক ২ জন Next post ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, আটক ২ জন