March 23, 2023

দেবিদ্বারের ইউএনও কে দেড় মাসে তিনবার বদলি

Read Time:3 Minute, 27 Second

কুমিল্লার দেবিদ্বার উপজেলা ইউএনও ডেজী চক্রবর্তীকে আবারও বদলির আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই প্রজ্ঞাপনে অনুযায়ী ইউএনও ডেজী চক্রবর্তীকে আবারও পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। দেবিদ্বারের ইউএনও হিসেবে যোগদানের মাত্র সাড়ে ৩ মাসে ৩ বার বদলির আদেশ পেয়েছেন ডেজী চক্রবর্তী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ১লা ডিসেম্বর দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ডেজী চক্রবর্তী যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সমালোচিত হন। বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদের শিরোনামও হয়েছেন ডেজী।

গত ৭ ফেব্রুয়ারি প্রথমেবারের মত তাকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তবে অজ্ঞাত কারণে ওই বদলি স্থগিত করে তিনি তার পদে বহাল থাকেন।

এর ঠিক ১ মাস পর গত ৭ মার্চ ২য় বারের মতো ডেজীকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। এ প্রজ্ঞাপন প্রকাশের এগারো দিন পরও তাকে দেবিদ্বারে নিজ কর্মস্থলে বহাল থাকতে দেখা যায়।

এরই মধ্যে শুক্রবার (১৭ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত পৃথক বদলির প্রজ্ঞাপনে ডেজী চক্রবর্তীকে দাগনভূঞা উপজেলায় বদলির আদেশটি স্থগিত করে পুনরায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বদলি করা হয়েছে।

সরকারি নির্দেশ উপেক্ষা করে এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ৫ টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা দিয়ে সমালোচনার জন্ম দেন ইউএনও ডেজী চক্রবর্তী। এছাড়া গত ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে রাজনৈতিক নেতাদের অতিথি করা, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে সভায় যোগদান করতে বাধ্য করানোসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হন তিনি।

বদলির বিষয়ে জানতে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
শ্বশুর বাড়ির গাছে ঝুলছে যুবকের মরদেহ Previous post শ্বশুর বাড়ির গাছে ঝুলন্ত যুবকের মরদেহ
Next post বিশ্বব্যাপী চড়া অভ্যন্তরীণ খাদ্যমূল্য, চাল-আটায় অস্বস্তি বাংলাদেশে