June 2, 2023

প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকার আত্মহত্যা

Read Time:1 Minute, 55 Second

রাজধানীর কদমতলীতে প্রেমিকের সাথে ঝগড়া করে সাজিদা নূর (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ সোমবার (২০ মার্চ) দুপুর ২ টার দিকে কদমতলীর শাহী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদার বাবা সালাউদ্দিন আমাদের জানান, আমার মেয়ে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ সাজিদার একটি পরীক্ষা ছিল। সে স্কুল থেকে এসে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। পরে আমরা অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলেনি। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক বলে আমার মেয়ে বেঁচে নেই।

তিনি এটাও বলেন, আমরা জানতে পেরেছি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার সময় সাজিদার প্রেমিক রোহানের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে সে বাসায় এসে কাউকে কিছু না বলে গলায় ফাঁস দেয়।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
টাঙ্গাইলে ৩ জনকে হত্যার ঘটনায় মামলা Previous post রংপুরে কবর থেকে তরুণীর লাশ উত্তোলন
Next post বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ২,০০০ রান লিটনের