June 2, 2023

বাংলাদেশিদের মধ্যে দ্রুততম ২,০০০ রান লিটনের

Read Time:2 Minute, 13 Second

ম্যাথু হামফ্রিসের বলটা ছিল খাটো লেংথের। শুরুতে খানিকটা কঠিন কন্ডিশনের মধ্যে মানিয়ে নিয়ে ৫৩ বল খেলে ফেলা লিটন দাস উইকেটে সেট। ২১তম ওভারের ১ম বলে অভিষিক্ত সেই স্পিনারকে ওয়াইড লং অন দিয়ে এমন অবলীলায় তুলে মারলেন যেন এটাই দুনিয়ার সবচাইতে সহজ কাজ!

বল সীমানার বাইরে যতটা দূরে গিয়ে পড়েছে, তাতে আম্পায়ারকে ছক্কা দেখাতে হাত দুটো না তুললেও চলতো। লিটনের ব্যাট না তুললেও চলত। কাজ যে তখন শুধু অর্ধেক। ৫৩ বলে ফিফটি।

তবে একটি কাজ ততক্ষণে পুরো হয়ে গিয়েছে। সেটি ওই ছক্কাতেই। ওয়ানডেতে ২,০০০ হাজার রানের মাইলফলক ছোঁয়া। ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে মোট ১৯৯৪ রানে থাকতে মারা ছক্কায় ২ ,০০০ রান হয়ে যায় লিটনের। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ২,০০০ রানের রেকর্ডেও উঠল তাঁর নাম।

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে ২,০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন শাহরিয়ার নাফীস। সেটি তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এত দিন এটাই ছিল দ্রুততম ২,০০০ রানের রেকর্ড।

লিটনও তাঁর ওয়ানডে ক্যারিয়ারের ৬৫তম ইনিংসে এসে পেলেন ২,০০০রানের মাইলফলকের দেখা। তবে সময়ের হিসেবে নাফীসই দ্রুততম। অভিষেকের ৫ বছর ২৬৬ দিনের মাথায় মাইলফলকটির দেখা পেয়েছিলেন সাবেক এই বাঁহাতি ওপেনার। ২০১৫ সালের ১৮ জুন ওয়ানডেতে অভিষিক্ত লিটনের লাগল ৭ বছর নয় মাস দুইদিন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রেমিকের সাথে ঝগড়া করে প্রেমিকার আত্মহত্যা
মুশফিকুর-রহীম Next post মুশফিকুর রহীমের দ্রুততম সেঞ্চুরি