October 8, 2024
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে বেরোবিতে ক্লাস শুরু হবে

বেরোবিতে ভিসি চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম ঘোষণা

Read Time:2 Minute, 48 Second

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এজন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির কাছে ৫ দিনের আল্টিমেটাম দিয়েছে তারা।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় জন্য যোগ্য, মেরুদণ্ড সম্পন্ন এবং বিশ্বমানের পাঠ-পরিকল্পনার সাথে সংযুক্ত এমন একজনকে ভাইস চ্যান্সেলর বা উপাচার্য পদে নিয়োগ দিতে হবে। এছাড়াও আগামী দিনগুলোতে শিক্ষার গুনগত মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে দাবি ও প্রত্যাশা রাখেন তারা।

প্রসঙ্গত, ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর গত ৯ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ড. হাসিবুর রশীদ পদত্যাগ করে। হাসিবুর রশীদ বেরোবির উপাচার্য হিসেবে ২০২১ সালের ১৪ জুন যোগদান করেছিলেন। ৪ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করে।

এর আগে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। এরপর থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। ওই দিন ভিসির পদত্যাগের দাবিতে তাঁর বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যায় ড. হাসিবুর রশীদ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
কুড়িগ্রামে উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার Previous post কুড়িগ্রামে উপজেলা বিএনপির দুই নেতা বহিস্কার
উলিপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু Next post ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্য