September 8, 2024
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলা!

যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন দিয়ে দিলে আমি ক্ষমতায় থাকতাম- শেখ হাসিনা

Read Time:2 Minute, 33 Second

দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের পর ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে পালিয়ে ভারতে আশ্রয় নেয় তিনি।

দেশ ছাড়ার পর এতোদিন চুপ ছিলেন। অবশেষে শেখ হাসিনার প্রথম কোন বক্তব্য প্রকাশ্যে এলো।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছে, যুক্তরাষ্ট্রকে সেন্টমার্টিন এবং বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম।

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাই নি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দেয়নি।

শেখ হাসিনা আরও বলেছে, আমি এখনও দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হত।

এছাড়াপ বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ, শিগগির আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের হয়েছে।

তিনি আরও বলেছে, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারাই আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চান নি, আমি সরে গেছি ও পদত্যাগ করেছি।

শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী-লীগ আবার দাঁড়িয়ে উঠবে।

এছাড়াও তার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছে, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলি নি, আমার কথাটি বিকৃত করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
পঞ্চগড়ে শিক্ষার্থীদের তোপের মুখে সাবেক এমপি মজাহারুল হক Previous post পঞ্চগড়ের সড়ক সংস্কারের কাজ করছে শিক্ষার্থীরা
দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলনের আয়োজন Next post চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের সময় গণপিটুনিতে দুইজনের মৃত্যু