June 2, 2023

রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা

Read Time:2 Minute, 40 Second

রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল রবিবার হল রুমে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, সচিব উম্মে ফাতিমা, প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ এস.এম হাবিবুল হাসান, বস্তি উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া, কাউন্সিলর লিটন পারভেজ, রফিকুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোছাঃ আফসানা পারভীন, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল, রংপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ গোলাম কাদেও আনছারী, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ টিটু, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন মিয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখা বিষয়ে কথা হয়, সাধারণ মানুষের সুবিধা অনুযায়ী ২৫০ গ্রাম থেকে মাংস বিক্রিয় করা ও ভালো মাংস প্রদানের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এগুলো ছাড়াও মুরগী ও মাছসহ প্রতিটি পণ্যের গুণগতমানসহ ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, পণ্যের নামসহ মূল্য তালিকা প্রকাশ, বিশুদ্ধ খাদ্য বিক্রি করা, নিজ বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা।

আরসিএন২৪বিডি.কম / ২০ মার্চ ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বীরত্ব দেখিয়ে পদক পেল র‍্যাবের কুকুর
টাঙ্গাইলে ৩ জনকে হত্যার ঘটনায় মামলা Next post রংপুরে কবর থেকে তরুণীর লাশ উত্তোলন