September 8, 2024
সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মঙ্গলবার বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস

সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মঙ্গলবার বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস

Read Time:2 Minute, 50 Second

সরকার দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন ও তাদের কথা শোনা হবে।

আজ সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে এই তথ্য জানায় তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাই। দুর্বৃত্তদের দ্বারা এই হামলার ঘটনা ঘটে, তাদের বিষয়ে ব্যবস্থা নিবে সরকার। সরকার সব ধর্মের মতের সম্প্রীতিতে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে। অসাম্প্রদায়িক দেশ সেটা বজায় রাখা হবে। আজ হটলাইন চালু হবে, যে কারো বাড়িতে হামলা হলে যেন জানায়। পুলিশ সেখানে যাবে, ব্যবস্থা নিবে। ইমাম সাহেবরা মসজিদে মসজিদে বয়ান করে অমুসলিমদের ওপর হামলা না করতে, তাদের পাশে থাকার ওপর বয়ান করেছেন।

খালিদ হোসেন জানান, যাদের বাড়ি ঘর মন্দির ধ্বংস হয়েছে সে তালিকা সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেয়া হবে।

তিনি আরও জানান, শুরু থেকে মাদরাসার ছাত্ররা ও অন্যান্য ছাত্ররা মন্দির ও উপাসানালয়গুলোতে রাত জেগে পাহারা দিয়েছে। আমরা এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ মতিউল ইসলাম, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, বাজেট এবং অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম, ওয়াকফ প্রশাসক ড. মোঃ গোলাম কবীরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার উপস্থিত ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সৈয়দপুর বিমানবন্দরের নাম হবে ‘শহীদ আবু সাঈদ বিমানবন্দর’ Previous post সৈয়দপুর বিমানবন্দরের নাম হবে ‘শহীদ আবু সাঈদ বিমানবন্দর’
আবু সাঈদ হত্যা মামলা পিবিআই কাছে স্থানান্তর Next post আবু সাঈদ হত্যা মামলা পিবিআই কাছে স্থানান্তর