December 8, 2023
বাংলাদেশে কাবাডি দল

হ্যাটট্রিক শিরোপার হাতছানী বাংলাদেশের সামনে

Read Time:2 Minute, 5 Second

গতকাল সোমবার থাইল্যান্ডের বিপক্ষে শুরুর ভয় উড়িয়ে দিয়ে শেষমেশ দাপটের সঙ্গে খেলেই বাংলাদেশ ৪৫-২৬ পয়েন্টে সেমিফাইনাল জিতে বঙ্গবন্ধু কাপের আন্তর্জাতিক কাবাডির ফাইনালে পৌঁছেছে।

যেখানে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় এবং লড়াকু ম্যাচটি উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছে চায়নিজ তাইপে। আজ ফাইনাল শুরু হবে দুপুর ১২টায়, শহীদ নূর হোসেন স্টেডিয়ামে।

ফাইনালের আগেই ২ দলের আরেকটি বড় অর্জন হয়ে গেছে। ২ টি দলই আগামী বছর বিশ্বকাপ কাবাডিতে খেলার সুযোগ পাবে। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আগে থেকেই ঘোষণা দিয়েছিল, এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ২ ফাইনালিস্ট খেলবে কাবাডি বিশ্বকাপে। তাই দারুণ খুশি বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। সেমিফাইনাল শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার জানান, ‘এটা দারুণ সংবাদ আমাদের জন্য। ফাইনালে উঠে বিশ্বকাপ কাবাডিতে খেলব, এটা ভালো লাগছে। কাবাডির বিশ্বকাপ হবে, আর সেখানে বাংলাদেশ থাকবে না, এটা মানা যায় না।’

স্বাগতিকদের টানা ৩য় ফাইনাল। আগের ২ বারই শিরোপা জিতেছে বাংলাদেশ। তবে এই মঞ্চে একদম নতুন চায়নিজ তাইপে। আগের২ বারের ফাইনালিস্ট কেনিয়া এবার সুবিধা করতে পারেনি।

সবাইকে তাইপে প্রথম এসেই চমকে দিয়েছে। সেমিফাইনালে ইরাককে ৫২-৪৪ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে তাইপে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
রাত ৯টার পর বেরোবিতে জমায়েত নিষিদ্ধ করা হল Previous post বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে স্বস্তি ছোঁয়া
যুক্তরাষ্ট্র Next post বাংলাদেশে গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি