June 2, 2023
সারাদেশে রাত-দিনের তাপমাত্রা কমবে

উত্তরাঞ্চলে আবার মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে

Read Time:2 Minute, 22 Second

দেশের বিভিন্ন স্থানে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়া অব্যাহত রয়েছে।

এরই মধ্যে বিভিন্ন স্থানে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দেশের মধ্যাঞ্চলে ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে উত্তরাঞ্চলের দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, সারা দেশেই আজ শনিবার রাতের তাপমাত্রা কমবে। এর প্রভাব উত্তরে বেশি থাকবে। বর্ধিত পাঁচ দিনে মধ্যাঞ্চলে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরাঞ্চলে ২ ডিগ্রি কমতে পারে।

উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে। এতে দু-এক জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। তবে এ সময়ে আকাশে মেঘ থাকলে রাতের তাপমাত্রা কমার হার কমতে পারে।

গতকাল শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা পাবনার ঈশ্বরদীতে ১২.২ এবং রাজশাহীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আজ থেকে রাতের তাপমাত্রা কমে তা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আরসিএন ২৪ বিডি. কম /১১ ফেব্রুয়ারী ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি Previous post অভিনেত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি
স্বামীর বিরুদ্ধে রাখির নগ্ন ভিডিও করে বিক্রির অভিযোগ Next post স্বামীর বিরুদ্ধে রাখির নগ্ন ভিডিও করে বিক্রির অভিযোগ