January 26, 2025
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস!

কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা!

Read Time:2 Minute, 5 Second

কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়া দেখা দিয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এই অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষজন।

প্রতিদিন মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর শীত ও ঘন কুয়াশার কারণে দুরপাল্লার যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস আজ শনিবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার সকাল ৯টা পেরিয়েও সূর্যের মুখ দেখা যায়নি জেলাতে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য দেখা গেলেও উত্তাপ কম অনুভুত হয়। অপরদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ডায়রিয়া আক্রান্ত রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শীত পুরোপুরি না আসায় এখনও শীতজনিত রোগে আক্রান্ত রোগী তেমন ভর্তি হচ্ছে না।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এখন ঘন কুয়াশা থাকলেও শীতের সাথে ঠান্ডার প্রকোপ ততটা বৃদ্ধি পায়নি। তবে আগামী সপ্তাহে হিমেল হাওয়াসহ শীতের প্রকোপ বেড়ে তখন জেলার তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ার আশংকা আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
গাইবান্ধায় ছাত্রদলের প্রস্তুতি সভার আয়োজন Previous post গাইবান্ধায় ছাত্রদলের প্রস্তুতি সভার আয়োজন
ঠাকুরগাঁওয়ে ভাতিজার লাটির আঘাতে চাচা ও চাচী হাসপাতালে Next post ঠাকুরগাঁওয়ে ভাতিজার লাটির আঘাতে চাচা ও চাচী হাসপাতালে