June 2, 2023
তাপমাত্রা বাড়তে পারে ঝড়-বৃষ্টি কমে গেলে

তাপমাত্রা বাড়তে পারে ঝড়-বৃষ্টি কমে গেলে

Read Time:2 Minute, 20 Second

গত ২দিন ধরে দেশে বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হচ্ছিল, এর প্রবণতা অনেক কমেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি আরও কমে যেতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় ফেনীতে সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানান, ঢাকা বিভাগ, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ হতে ৫০ শতাংশ এলাকা) এবং রংপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় (১ হতে ২৫ শতাংশ এলাকা) অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তিনি আরও বলেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আজ মঙ্গলবার ঢাকার আকাশে মেঘের আনাগোনা রয়েছে। তবে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

আজ মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার আবহাওয়া বিভাগ আরও বলে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
যুক্তরাষ্ট্র Previous post বাংলাদেশে গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় ৩ জন গ্রেপ্তার Next post নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মধ্যে সংঘর্ষ