তিস্তা নদীতে পানি বাড়ছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে।
গত কয়েকদিন ধরে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে কাউনিয়ায় তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল গ্রামগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, চলতি সপ্তাহে বন্যার আশঙ্কা রয়েছে রংপুরে। এই সময়ে ভারি বৃষ্টি ছাড়াও ভারত থেকে পাহাড়ি ঢল আসার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, গত তিনদিন ধরে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। রবিবার সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার শূন্য দশমিক ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে পানির বিপৎসীমার মাত্রা হলো ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
এরআগে ডালিয়া পয়েন্টে গত শনিবার শূন্য দশমিক ৮৩ সেন্টিমিটার এবং শুক্রবার শূন্য দশমিক ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অপরদিকে রোববার সকাল ৯টায় কাউনিয় রেলওয়ে সেতু পয়েন্টে পানির বিপৎসীমার মাত্রা হলো ২৯ দশমিক ২০ সেন্টিমিটার। গত শুক্রবার ও শনিবার দুইদিনে গড়ে এই পয়েন্টে ১ দশমিক ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে ঢাকা বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সর্তকবার্তায় রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী হরিচরণশর্মা, আজমখা, হয়বৎখা, বিশ্বনাথ, চরগনাই, রাজিব, ঢুষমারা, গোপিডাঙ্গা, গদাই, পাঞ্চরভাঙ্গা, তালুকশাহাবাজ গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের ৬টি মৌজা খুব ঝুঁকিতে। ভারি বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পেলে ছয় মৌজার প্রায় সব বাড়িতেই পানি ঢুকে পড়ে। দেখা দেয় নদীভাঙন। পানি উন্নয়ন বোর্ডের সর্তকবার্তায় এই অবস্থায় পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এদিকে এ প্রসঙ্গে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, বন্যায় যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকারিভাবে সব ধরনের আগাম প্রস্তুতি নেয়া আছে। বন্যা আশ্রয়ণ কেন্দ্রসহ সব ধরনের প্রস্তুতি আমাদের আছে।
বন্যা মোকাবিলায় জনবল, শুকনো খাবার, চাল, টাকা সবই মজুত আছে। যখন যা প্রয়োজন হবে, তা দিতে পারব আমরা। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদের বন্যার আশঙ্কা আছে এমন সংলগ্ন নদীর তীরবর্তী এলাকার মানুষদের সব সময় খোঁজখবর নেয়ার জন্য বলা হয়েছে।
আরসিএন ২৪ বিডি / ৬ জুন ২০২২
আরোও খবর পড়ুন
নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের জামাতিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি...
সাবেক প্রতিমন্ত্রী জাকিরসহ ২৫ জনের নামে চাঁদাবাজির মামলায় দুইজন গ্রেপ্তার
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ২৫ জনের নামে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) চাঁদাবাজির মামলা...
পলাশবাড়িতে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
গাইবান্ধা জেলার পলাশবাড়িতে ধান খেত থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সময় তাঁর সঙ্গে থাকা অটো ভ্যানটি...
নবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু
দিনাজপুর জেলার নবাবগঞ্জে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাদুমহার...
চিলমারীতে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
কুড়িগ্রাম জেলার চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার (৯...
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
নীলফামারীতে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) নীলফামারী সদর, সৈয়দপুর এবং ডোমার উপজেলায় এসব মর্মান্তিক...
Average Rating