September 8, 2024
পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা

Read Time:2 Minute, 46 Second

পঞ্চগড়ে ঘনকুয়াশায় শীতের আগমনী বার্তা
ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ঘন কুয়াশা নিয়ে এসেছে শীতের আগমনী বার্তা।

ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় এমন দৃশ্য দেখা গেছে। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছেন মৃদু শীতলতা।

ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার সিগ্ধতার মাখামাখিতে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন। ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ এবং কাজে বের হওয়া শ্রমিকরা।

এদিকে কুয়াশার কারণে এবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়। তারা বলছে, এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। শেষ রাতে কাঁথা ও পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা ও তীব্র শীত আসতে দেরি আছে।

অন্যদিকে শীতের আগামী সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মুলা, লাউ, টমেটো, লালশাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে।

উপজেলার মমিনপাড়া গ্রামের আব্দুল আওয়াল জানায়, ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করে এমন ঘন কুয়াশা গত কয়েক বছর দেখেনি উপজেলাবাসী। তবে হাঁটতে খুব ভালো লাগে, আজ বুধবারকে সকালের ঘন কুয়াশা বলে দেয় শীত আসছে।

পথচারী বারেক হোসেন জানায়, কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে, এতে হয়তও শীতের আগমন ঘটছে। সব মিলিয়েই আমাদের এই বাংলাদেশের ৬টি ঋতুর কিছুটা পরিবর্তন ঘটেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
সাবেক আইজিপি শহীদুল হক ও মামুনের ৮ দিনের রিমান্ডে Previous post সাবেক আইজিপি শহীদুল হক ও মামুনের ৮ দিনের রিমান্ডে
ফুলবাড়ীতে ১৭টি বৈধ অস্ত্রসহ মোট ২১০ রাউন্ড গুলি জমা Next post ফুলবাড়ীতে ১৭টি বৈধ অস্ত্রসহ মোট ২১০ রাউন্ড গুলি জমা