September 24, 2023
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সবকিছু ধ্বংস করে দিয়ে যায় : প্রধানমন্ত্রী

রংপুর ময়মনসিংহে বন্যার শঙ্কায় প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

Read Time:4 Minute, 1 Second

প্রধানমন্ত্রী বলেন, ‘এই পানিটা আজকে থেকে একটু নামতে শুরু করেছে সুনামগঞ্জ থেকে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেও বন্যার সম্ভাবনা আছে। সেটা আগে থেকে সতর্কতা আমরা নিচ্ছি।’

সুনামগঞ্জে বানের পানি কমতে শুরু করলেও দেশের অন্য কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণ সহায়তা চলমান রাখার পাশাপাশি পানি নেমে গেলে যে অসুবিধা আসতে পারে, সে জন্য সরকার প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোববার সকালে ‘সাফ চ্যাম্পিয়ন ২০২১ বাংলাদেশ অনূর্ধ-১৯ নারী জাতীয় ফুটবল দল’-এর সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘একদিকে করোনার প্রাদুর্ভাব যেমন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অপর দিকে বর্ষাকাল আসতে না আসতেই বিশেষ করে সিলেট বিভাগে সিলেটে ও সুনামগঞ্জে ব্যাপক বন্যা। এবারের বন্যাটা একটু বেশি, ব্যাপক হারে এসেছে।’

বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে প্রতিনিয়ত খবর রাখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যদিও ত্রাণ এবং উদ্ধারকাজগুলো আমরা করছি, আমাদের প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে সব প্রতিষ্ঠানগুলোকে মানুষকে উদ্ধার করা এবং তাদের ত্রাণ দেয়ার সব ব্যবস্থা আমরা নিয়েছি।

‘সেই সাথে আমাদের দলের যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেক এলাকায় বিভিন্ন নেতা-কর্মীরা তাদের নিজের উদ্যোগে সহযোগিতা করছে। খাবার বিতরণ থেকে শুরু করে উদ্ধারকাজে ব্যবস্থা নিচ্ছে, খাবার পানি, স্যালাইনসহ অন্যান্য যা যা দরকার হতে পারে।’

তিনি বলেন, ‘এই পানিটা আজকে থেকে একটু নামতে শুরু করেছে সুনামগঞ্জ থেকে। পানিটা যখন নামবে, তখন আমাদের অন্যান্য অঞ্চলও প্লাবিত হতে শুরু করেছে। এটা হবে, এটা আমাদের প্রাকৃতিক নিয়ম। কাজেই আমাদের, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগেও বন্যার সম্ভাবনা আছে। সেটা আগে থেকে সতর্কতা আমরা নিচ্ছি।

এরই মধ্যে এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এই বন্যা তো আমাদের চিরাচরিত। কিছুদিন পরপর, বিশেষ করে ১০ থেকে ১২ বছর পর এত বড় বন্যা বাংলাদেশে আসে সবসময়। আমি সবাইকে অনেক আগে থেকেই সতর্ক করেছিলাম।

‘সবাইকে বলেছিলাম, বন্যাটা এবার ভয়াবহ আকারে আসবে; আমাদের প্রস্তুতি নিতে হবে। কাজেই আমাদের প্রস্তুতি কিন্তু আছে।’

শেখ হাসিনা বলেন, ‘এই পানি যখন নামবে, কোনো না কোনো নতুন অঞ্চল যখন প্লাবিত হবে, ঠিক শ্রাবণ মাস পর্যন্ত থাকবে। আবার শ্রাবণ থেকে ভাদ্র পর্যন্ত দক্ষিণাঞ্চলটা প্লাবিত হবে।

আরসিএন ২৪ বিডি / ১৯ জুন ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বাড়ী পীরগঞ্জ চাঁদাবাজি করে ঢাকায় Previous post বাড়ী পীরগঞ্জ চাঁদাবাজি করে ঢাকায়
আজ বিশ্ব বাবা দিবস Next post আজ বিশ্ব বাবা দিবস