
৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, ঢাকা শহরের মাত্র ২১ শতাংশ ভবন ভূমিকম্প সহনীয়।
প্রতিবছর ঢাকার ড্যাপভুক্ত (ডিটেইলড এরিয়া প্ল্যান) এলাকায় ৯৫ হাজার ইমারত তৈরি হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার অনুমোদিত।
বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. জিল্লুর রহমান, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহিদউল্লাহসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা। বক্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য ঢাকা শহরে উন্মুক্ত স্থান, জলাশয় বাড়ানো, ভবন নির্মাণ নীতিমালা অনুসরণ এবং বিল্ডিং কোড বাস্তবায়নের পরামর্শ দেন।
সভায় রাজউকের সদস্য (উন্নয়ন) মেজর (অব.) প্রকৌশলী সামসুদ্দীন আহমদ চৌধুরী বলেন, রাজউক থেকে সম্প্রতি ঢাকার ভবনগুলোর ওপর সমীক্ষা চালানো হয়। নমুনা হিসাবে ২৫২টি ভবন পরীক্ষা করে দেখা গেছে, ২০০ ভবনই হয় ভেঙে ফেলতে হবে নতুবা রেক্ট্রিফাইয়িং (সংস্কার) করতে হবে। এ হিসাবে ২১ শতাংশ ভবন ভূমিকম্প সহনীয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাকসুদ কামাল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরে বলেন, ৮.৩ থেকে ৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি প্রশমনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গৃহ নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ করতে হবে।
আরসিএন ২৪ বিডি. কম / ১ মার্চ ২০২৩
- রংপুরে বিএসটিআই’র অভিযান
- চুয়াডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়
- র্যাব-১২ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একাধিক গাড়ি থাকলে বাড়তি কর দিতে হবে
- এলপিজির দাম কমল ১৬১ টাকা
আরোও খবর পড়ুন
একাধিক গাড়ি থাকলে বাড়তি কর দিতে হবে
যত বেশি জ্বালানি ব্যবহার হয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আবার ডলার সংকটের কারণে জ্বালানি আমদানিতে সংকট রয়েছে। এই অবস্থায়...
এলপিজির দাম কমল ১৬১ টাকা
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলপিজি দাম আবার কামানো হয়েছে। প্রতি ১২ KG সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১,০৭৪ টাকা নির্ধারণ করেছে...
দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
২,১ দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। আজ শুক্রবার সকালে ২ দিনের...
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন হতে ৪র্থ বর্ষের পরীক্ষা...
এসএসসির ২ টি পরীক্ষায় একই Paragraph
সারাদেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গত ৩০ এপ্রিল SSC পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী এখন পর্যন্ত ৪ টি পরীক্ষা...
রংপুর বিভাগে ২,০১,৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নিবে
আগামী রবিবার ৩০ এপ্রিল হতে শুরু হচ্ছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা...