May 18, 2024
ট্রেনের বগি পরিবর্তনে যাত্রীদের মাঝে ক্ষোভ, ফিরে চায় আগের বগি

পঞ্চগড়ে প্রক্সি দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী আটক

Read Time:1 Minute, 52 Second

পঞ্চগড়ে দাখিল পরীক্ষার্থী মোঃ শাহাজাহানের ইমপ্রুভ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন মোঃ মাহাফুজ আলী নামে এক ভুয়া পরীক্ষার্থী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার মির্জাপুর আজিমুদ্দিন আলিম মাদরাসা কেন্দ্র থেকে তাকে শনাক্ত করা হয়। আটককৃত ভুয়া পরীক্ষার্থী আটোয়ারী উপজেলার ধামোর সরকার পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র হয়ে পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

জানা গেছে, মাদরাসা বোর্ডের অধীনে ২০২৪ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে, মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওই কেন্দ্রে গিয়ে প্রক্সি দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে (রোল: ১২১১৪৬) শনাক্ত করেন। পরে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন্দ্র সচিব বাদী হয়ে নিয়মিত মামলা করবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
বিরামপুরে পিকআপের চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু Previous post পুলিশের গাড়ির চাপায় রিকশাচালকের মৃত্যু
ট্রেনের বগি পরিবর্তনে যাত্রীদের মাঝে ক্ষোভ, ফিরে চায় আগের বগি Next post ট্রেনের বগি পরিবর্তনে যাত্রীদের মাঝে ক্ষোভ, ফিরে চায় আগের বগি