May 4, 2024
ছাত্রীনিবাসের সামনে অশালীন অঙ্গভঙ্গির দায়ে এক যুবকের কারাদণ্ড

রাণীশংকৈলে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদন্ড

Read Time:1 Minute, 48 Second

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় বালু উত্তোলনের সরঞ্জামা জব্দ করা হয়।

আটকদের মধ্যে মোঃ আকাশ ও রাসেল নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান এ দণ্ড দেন।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল হাসান জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কুলিক নদীতে অভিযানে নামে।

এই সময় কুলিক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার ও একটি বলগেটসহ দুইজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার রাঙ্গাটঙ্গী গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে আকাশ (৩২) এবং একই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (২৪)। তাদেরকে বিকেলেই জেলা জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
তীব্র তাপদাহে উলিপুরে একজনের মৃত্যু Previous post কুড়িগ্রামে গরমে জনজীবন বিপর্যস্ত পড়েছে
মাছের ড্রাম থেকে ৮০,০০০ ইয়াবাসহ একজন আটক Next post মাছের ড্রাম থেকে ৮০,০০০ ইয়াবাসহ একজন আটক