May 17, 2024
র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

Read Time:3 Minute, 18 Second

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন এলাকায় ১টি ধর্ষন মামলার পলাতক প্রধান আসামীকে পলাতক থাকা অবস্থায় বগুড়া জেলার আদমদিঘী থানার অন্তর্ভুক্ত বশিরকোড়া এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব।

ভিকটিম (২৪) তাহার পূর্বের স্বামীর সাথে মনমালিন্য হওয়ায় স্বামীকে ডিভোর্স দিয়ে পিতার বাড়িতে ৬ বছর বয়সী একটি মেয়ে সন্তানকে সাথে নিয়ে বসবাস করে আসছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন ভিকটিমের সাথে প্রতিবেশী মোঃ শহিদুল ইসলাম (৩৬) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মোঃ শহিদুল ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে গত ২ জুলাই ২০২৩ আনুমানিক সন্ধা সাড়ে ৬ টায় হরিনাথপুর গ্রামের জনৈক মোঃ মতিয়ার রহমান এর বসত ঘরের ভিতর নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এসময় ভিকটিমের চিৎকারে তার আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে ধর্ষক মোঃ শহিদুল ইসলাম পালিয়ে যায়।

এ অবস্থাতে গত ১২ আগস্ট ভিকটিম নিজে বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় ১টি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৮, তারিখ- ১২.০৮.২০২৩।

এই ঘটনায় র‍্যাব-১৩ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২১ আগস্ট র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং র‍্যাব-১২ সিপিএসসি এর যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার আদমদিঘী থানাধীন বশিরকোড়া গ্রামে অভিযান চালায়। এই সময় বর্ণিত ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামী মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত আসামী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার অন্তর্ভুক্ত মরাদাতেয়া গ্রামের মৃত এছাহাক আলীর পুত্র মোঃ শহিদুল ইসলাম।

র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের পর বর্ণিত ধর্ষণ মামলার প্রধান আসামী র‍্যাবের জিজ্ঞাসাবাদে, ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে জোর পূর্বক ধর্ষণের কথা স্বীকার করেন। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
নতুন ভাবে তৈরি হচ্ছে রংপুর সার্কিট হাউস Previous post নতুন ভাবে তৈরি হচ্ছে রংপুর সার্কিট হাউস
উপজেলার Next post আরপিএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২৮ জন গ্রেফতার