April 26, 2024
স্বপ্নপুরীতে শিক্ষার্থীর উপর হামলা ঘটনায় ৮ জন আটক

স্বপ্নপুরীতে শিক্ষার্থীর উপর হামলা ঘটনায় ৮ জন আটক

Read Time:4 Minute, 18 Second

দিনাজপুরের স্বপ্নপুরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ মার্চ ) দুপুরে আটককৃতরাদের আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান,এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনামিকা আক্তার বাদি হয়ে নবাবগঞ্জ থানার রোববার রাতে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর থানা পুলিশ স্বপ্নপুরী পিকনিক স্পট এর ৭ কর্মচারী এবং এক দর্শনার্থী সহ ৮ জনকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

দিনাজপুর স্বপ্নপুরী পিকনিক স্পট এ ফিল্ড ওয়ার্কে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা হামলার শিকার হয়।

এতে আহত হয় অন্তত ১২ জন। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরারুত্বর। একজনের মাথা ফেটেছে ও এক শিক্ষার্থীর পা ভেঙেছে। আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে অবস্থিত ‘স্বপ্নপুরী’ পিকনিক স্পষ্ট পার্কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,স্বপ্নপুরী পার্কে রাইডের সময় জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যাগ রেখে চলে আসে। পরবর্তীতে সেই ব্যাগটি ফেরত আনতে গেলে সেখানে কর্মরত স্টাফরা ওই নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ও অসৌজন্যমূলক কথাবার্তা বলেন। এ নিয়ে ওই নারী শিক্ষার্থীর অন্য বন্ধুরা প্রতিবাদ করলে স্টাফরা জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়।
ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রেয়সী শিকদার বলেন, ‘আমরা ১৪ তম আবর্তনের শিক্ষার্থীরা বিভাগের ফিল্ডওয়ার্কের কাজে দিনাজপুরের স্বপ্নপুরীতে আসি। সেখানে রাইডে কর্মরত এক ছেলে আমাদের এক বান্ধবী টিজ করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। পরে তারা (পার্কের স্টাফরা) হঠাৎ জড়ো হয়ে লাঠিসোঁটা, রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়। আমাদের অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের নিয়ে আমরা এখন দিনাজপুর মেডিকেলে আছি।’

এ বিষয়ে স্বপ্নপুরী পার্কের স্বত্বাধিকারী ও দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, ‘এক শিক্ষার্থী ব্যাগ রেখে চলে যায়। পরবর্তীতে আরেক শিক্ষার্থী ফেরত নিতে এলে স্টাফরা ব্যাগের প্রকৃত মালিককে ডাকতে বলেন। পরে তিনি এসে ব্যাগ ফেরত নেয়। কিন্তু আগের জনকে কেনো ব্যাগ ফেরত দেওয়া হলো না এ নিয়ে শিক্ষার্থীরা ঝামেলা তৈরি করেছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিউটন হাওলাদার বলেন, ‘আমি ঘটনাটি শোনার পরপরই ওখানকার পুলিশের সঙ্গে কথা বলেছি।যা অত্যন্ত দু:খজনক।

আরসিএন ২৪ বিডি. কম / ১৩ মার্চ ২০২৩

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রংপুরে ৫ ফার্মেসিকে জরিমানা Previous post মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে রংপুরে ৫ ফার্মেসিকে জরিমানা
রমজানে অফিসের নতুন সময়সূচি Next post রমজানে অফিসের নতুন সময়সূচি