April 28, 2024
লালমণিরহাট ২৫ বর্ষপূর্তি রজতজয়ন্তী উৎসবে পরিকল্পনা মন্ত্রী

লালমণিরহাট ২৫ বর্ষপূর্তি রজতজয়ন্তী উৎসবে পরিকল্পনা মন্ত্রী

Read Time:3 Minute, 12 Second

লারমনিরহাট মোস্তাফিহাট বালিকা উচ্চ বিদ্যালয় ২৫ বর্ষপূর্তি রজতজয়ন্তী উৎসব ২০২২ পালিত হয।

আজ বুধবার (২৮ ডিসেম্বর ) লারমনিরহাট সদর উপজেলার মোস্তাফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বর্ষপূর্তি রজতজয়ন্তী উৎসব পালিত হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ ও উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন- সম্পর্কে
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা করেই বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কয়েকটি খসড়া রয়েছে।

মন্ত্রী বলেন, তিস্তা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতের সাথে যে কোন বিষয়ে আলোচনা হলেই তিস্তা ইস্যু আসবেই। নদী, পানি ও মাটি নিয়ে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে বারংবার আলোচনা হচ্ছে। আমরাও খসড়া করে ভারতের সাথে মিলেমিশে ও আলোচনা সাপেক্ষেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবো। বর্তমান সরকার মহাপরিকল্পনা বাস্তবায়নে সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জনগনকে ধৈর্যধারণ করার আহ্বান করেন।

মন্ত্রী আরো বলেন মোস্তাফিহাট বালিকা উচ্চ বিদ্যালয়কে প্রথমে কলেজিয়েটে পরে ইন্টারমিডিয়েটে পরিণত করার আশ্বাস দেন।

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ভয়ে বিএনপি ভোটে আসতে ভয় পায়। তাই উল্টাপাল্টা বলে ভয় দেখাচ্ছে। আসুন ভোটেই নির্ধারণ হবে কার কত জনপ্রিয়তা।


অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন গোকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ টোটন।সার্বিক তত্বাবধানে ছিলেন আব্দুর রউফ রোকন।

আরসিএন ২৪ বিডি.কম / ২৮ ডিসেম্বর ২০২২

  • গাইবান্ধায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ ২ জন গ্রেফতার

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে প্রেমিক মোঃ মনিরুল ইসলামসহ (২০) তার দুই বন্ধুর বিরুদ্ধে প্রেমিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

    ধর্ষণের কারণ হিসেবে ধর্ষক মোঃ মনিরুল ইসলাম জানান যে, প্রেমিকা একাধিক পুরুষের সাথে সম্পর্ক থাকায় হিংসাত্মক মনোভাব নিয়ে সে এই কান্ড ঘটায়। শুক্রবার দুপুরে মোঃ মনিরুল ইসলাম গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালতের বিচারক মেহেদি হাসান জবানবন্দি লিপিবদ্ধ শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলামকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেন।

    জানা গেছে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের শালমারা গ্রামের ১৪ বছরের এক কিশোরীর সাথে বেশ কিছু দিন থেকে একই গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে মোঃ মনিরুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক চলাকালে মনিরুল জানতে পারে তার প্রেমিকার সাথে একাধিক পুরুষের সম্পর্ক রয়েছে। এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে তার দুই বন্ধু একই গ্রামের মজনু শেখের ছেলে অসীম শেখ (২০) ও শরিফুল শেখের ছেলে শহিদ শেখকে (২২) সাথে নিয়ে গত ৪ এপ্রিল সন্ধ্যায় ভিকটিমের বাড়ীর পিছনে প্রেমিকাকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি উভয় পক্ষের লোকজন গোপন করে ধামাচাপা দেয়। কিন্তু পরবর্তীতে মনিরুলের প্রেমিকা অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ হয়ে যায়। এ ঘটনায় ধর্ষিত ওই কিশোরীর বাবা মোঃ আশরাফুল ইসলাম বাদি হয়ে গত ১৯ এপ্রিল ধর্ষক ৩ যুবকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ এ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অভিযুক্ত ৩ জনের মধ্যে মোঃ মনিরুল ইসলাম ও শহিদ শেখ বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছে। অসীম পলাতক রয়েছে।

  • গাইবান্ধায় চোরাবালিতে আটকে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টোডিয়ামের পাইলিং এর কাদাপানি চোরাবালিতে আটকে যাওয়া কিশোর অপূৃর্ব বিশ্বাসকে (১৬) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

    আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

    এর আগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ করে চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাস পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আতিকুল ইসলাম জানান, কিশোর অপূর্ব বিশ্বাস নির্মাণাধীন স্টোডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে আটকে যায়। খবর পেয়ে লিডার মোঃ নাসিরুল ইসালাম ও ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থানে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এই সময় গর্তের ভিতরের কাদামাটি কোদাল দিয়ে সড়িয়ে অপূর্ব বিশ্বাসকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • খানসামায় ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়ি গ্রেফতার

    দিনাজপুর জেলার খানসামায় সরঞ্জামদিসহ এক ইউপি সদস্যসহ ৮ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে খানসামা উপজেলার মাগুরমারী উচ্চ বিদ্যালয় এলাকায় ভুট্টা ক্ষেত থেকে ৮ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

    আটককৃতরা হলেন- নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ওয়াহেদ শেখের ছেলে ইউপি সদস্য মোঃ মাজেদুল ইসলাম মানিক (৩৮) ও হারোয়া মিশনপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিন এর ছেলে মোঃ নুরল ইসলাম মাশান(৬০), সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের মৃত নশেদুল্ল্যাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দরের সাতনালা ইউনিয়নের মৃত ফরমান আলীর ছেলে মোঃ মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া মাঝাপাড়ার ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায়(৪২), টংগুয়া মতিশাপাড়ার অতুল রায়ের ছেলে নারায়ণ রায় (২১), টংগুয়া মাঝাপাড়ার বাবুল রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং টংগুয়া জোদ্দারপাড়ার অর্জুন রায়ের ছেলে অনিমেষ রায় (২০)।

    পৃুলিশ জানায়, মাগুরমারী স্কুলের পিছনে পরিত্যক্ত জায়গায় দীর্ঘদিন হতে জুয়ার আসর চলে আসছিল। এটি বন্ধে গোপন তথ্যের ভিত্তিতে খানসামা পুলিশ গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

    বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি মোঃ মোজাহারুল ইসলাম বলেন, আটক জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সাপেক্ষে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

    দিনাজপুর জেলার পার্বতীপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুরের বাস স্টপেজ স্টেশন চান্দাপাড়া নামক জায়গায় মালবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থানে ভ্যানযাত্রী আব্দুর রশিদের (৩৫) মৃত্যু হয়। এই সময় আহত হয় রায়হান উদ্দীন (৩০)।

    আজ শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরের চান্দাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৩৫) ও আহত হয় রায়হান উদ্দীন (৩০) দুইজনের বাড়ি পার্বতীপুরের একই গ্রাম চান্দাপাড়ায়।

    স্থানীয়রা ও পুলিশ জানান, ঘটনার সময় হঠাৎ পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এই সময় ভ্যান চালক ও যাত্রী দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়। এতে ঘটনাস্থানে ভ্যানযাত্রী আব্দুর রশিদ নিহত হন এবং অপরজনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিকআপ চালক (৩৮) নাজমুলকে উপস্থিত জনতা আটক করে পিকআপসহ থানায় সোপর্দ করেছে।

    অপরদিকে সকাল সাড়ে ১০টার সময় একই সড়কের ফিলিং স্টেশনের সামনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটর প্রকাশ বাবু (৩২) মোটরসাইকেল যোগে পার্বতীপুর শহরে প্রবেশের সময় একটি ভেড়াকে চাপা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকেও দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এই ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • রৌমারী উপজেলা বিএনপির ৩ জন নেতাকে বহিষ্কার

    আসন্ন প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বহিষ্কারের বিষয়টি পত্রের মাধ্যমে নিশ্চিত করেন।

    আজ শনিবার দুপুরে এ বহিষ্কার আদেশ কুড়িগ্রামে জেলা বিএনপির হাতে এসে পৌঁছার পর বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম বেবু।

    বহিষ্কৃতরা হলেন-রৌমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী। তিনি আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশগ্রহণ করেন।
    অন্য দুইজন হলেন-রৌমারী উপজেলা মহিলা দলের সহ-সভাপতি মোছাঃ তাজমিন নাহার শাপলা, যিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থী। অপরজন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সেকেন্দার আলী চাঙ্গা। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিল।

    গতকাল শুক্রবার রিজভীর স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগ থাকায় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
অর্থনীতির চাকা ঘোরাতে হলে রংপুরে শিল্প, কল-কারখানার প্রয়োজন Previous post অর্থনীতির চাকা ঘোরাতে হলে রংপুরে শিল্প, কল-কারখানার প্রয়োজন
রংপুরে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সংবাদ সম্মেলন Next post রংপুরে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সংবাদ সম্মেলন