May 1, 2024
কুড়িগ্রামের সেই আলোচিত মাইশার মরদেহ উত্তোলন

কুড়িগ্রামের সেই আলোচিত মাইশার মরদেহ উত্তোলন

Read Time:2 Minute, 17 Second

কুড়িগ্রামের শিশু মারুফা জাহান মাইশার (৫) এর হাতের আঙ্গুল অপারেশন করতে গিয়ে মৃত্যুর ঘটনায় ঢাকার রুপনগর থানার মামলায় মাইশার লাশ দাফন করার ১২ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তার (আইও) আবেদনের প্রেক্ষিতে গতকাল সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মাইশার মরদেহ উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তদন্ত কর্মকর্তা ও ঢাকার রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন দাস, কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ রেদওয়ান ইসলাম, স্থানীয় কমিশনার মোঃ জমসেদ আলী টুংকু ও মাইশার পরিবারসহ এলাকাবাসী।

মাইশার বাবা মোঃ মোজাফফর হোসেন বলেন,’আমার মেয়েকে ওরা হত্যা করেছে। মেয়ের লাশ গোসলের সময় দেখতে পাই পেটে ২০টি সেলাই। আমি নিশ্চিত ওরা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি মামলা করেছি, আমার মেয়ে হত্যার বিচার চাই। মাইশার মরদেহ বাড়িতে আনা পর্যন্ত কোন কাগজ পত্র দেন নাই ।’

এদিকে এ বিষয়ে তদন্ত কর্মকর্তা নয়ন দাশ বলেন, ‘আদালতের আদেশের কপি পাওয়ার পর ময়না তদন্তের স্বার্থে কবর থেকে মাইশার মরদেহ উত্তোলন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করে সম্মতি দিলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবারই মাইশার মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হলো।’

আরসিএন ২৪ বিডি. কম / ১৩ ডিসেম্বর ২০২২

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
ইভিএমে কোনো সমস্যা নেই- সিইসি Previous post ইভিএমে কোনো সমস্যা নেই- সিইসি
রমজানে প্রথম ১০ দিন প্রাথমিক এবং ১৫ দিন পর্যন্ত মাধ্যমিক স্কুল খোলা Next post বেসরকারি স্কুলের লটারির ফল আজ